Wednesday, March 29, 2023

অবিভক্ত জম্মু-কাশ্মিরে সেনা পাঠাবে তুরস্কের সাদাত বাহিনী? - Amin Tv

 

অবিভক্ত জম্মু-কাশ্মিরে সেনা পাঠাবে তুরস্কের সাদাত বাহিনী? - Amin Tv

সম্প্রতি একটি নিউজ প্রকাশিত হয় যে, উত্তাল জম্মু-কাশ্মীরে সেনা মোতায়েন করতে চলেছে তুরস্কের আধা-সামরিক বাহিনী সাদাত!

জানা যায়, কাশ্মিরে Proxy War পরিচালনার জন্যে সেনা পাঠাতে পারে এই তুর্কি সংস্থাটি। গ্রিসের একটি গণমাধ্যম এমন সংবাদ প্রচার করেছে। মূলত প্রক্সি যুদ্ধ হচ্ছে  দুটি শক্তিশালী রাষ্ট্রের মধ্যে সংঘর্ষের এমন একটি পরিস্থিতি যেখানে কোনও পক্ষ সরাসরি আক্রমণ বা অন্যের প্রতি সামরিক শত্রুতা স্বীকার করে না।


সম্পর্ণ ঘটনাটি ভিডিও আকারে দেখতে চাইলে Amin Tvতে  ক্লিক করুন !

এমন সম্ভাবনাকে মোটেই গুজব বলে উড়িয়ে দেয়া যায় না। এর যথাযোগ্য কিছু কারণও রয়েছে। যেমন-

১) কাশ্মিরকে পাকিস্তানে অন্তর্ভুক্তির বিষয়ে জাতিসংঘে যে গণভোটের প্রস্তাব রয়েছে, তার পক্ষেই কথা বলেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান।

এবং,

২) পাকিস্তান ও তুরস্কের মধ্যে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক যথেষ্ট ভাল। এই দুই দেশই ভারতের বিরুদ্ধে অবস্থান করে বলেই অনেকের ধারণা!

তাই তুরস্কের এই সেনা মোতায়েনের খবর সত্যি হলেও অবাক হবার কিছুই নেই!

সাদাত সম্পর্কে আরও বেশকিছু খবর প্রচলিত!  ২০২২ সালে ফিলিস্তিনে বেসামরিক বিদেশী যোদ্ধাদেরকে একত্রিত করতে কাজ করেছে সাদাত। তাছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে যারা বিদ্রোহ করছে, তাদের সাথেও সাদাত বাহিনির যোগসাজস আছে বলে মনে করা হচ্ছে!

২০১৮ সালে ইসরাইলি সংস্থা শাবাখামাস্তের সাথেও এর সম্পৃক্ততার কথা উঠে আসে।

এমন সব সংবাদ প্রচারের পর  জনমনে এক জিজ্ঞাসার উত্থান হতেই পারে , কারা এই সাদাত?

বহুল আলোচিত ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সম্প্রতি এক নতুন মোড় নিয়েছে। ইউক্রেনে রাশিয়ার ভাড়াটে সৈন্য WAGNER পাঠানো নিয়ে চলছে তুমুল আলোড়ন। ইতোমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আন্তর্জাতিক আদালত। তারও মধ্যে এবার দৃশ্যপটে এল আরও একটি ভাড়াটে যোদ্ধাগোষ্ঠী- সাদাত!

সাদাত মূলত তুরস্কের একটি বেসরকারি সামরিক বাহিনী। অনেকে এটিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের "পার্সোনাল ফোর্স" বলেও আখ্যায়িত করেন। এধরণের বাহিনী দেশের স্বার্থে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করবার পাশাপাশি পার্সোনাল বা পলিটিক্যাল ফিল্ডেও কাজ করে থাকে! ইরানের IGRC কিংবা ফিলিস্তিনের হামাস বাহিনীর সাথেও এর তুলনা করা যেতে পারে! এ ধরণের সংস্থাগুলো কোন দায়বদ্ধতা কিংবা জবাবদিহিতার মুখাপেক্ষী নয়।

তুরস্কের এই বেসামরিক সংস্থাটি প্রতিষ্ঠা হয় ২০১২ সালে, আদনান তানরিভারডি'র হাত ধরে!

সাদাতের নিজস্ব স্বীকৃত ওয়েবসাইটের তথ্য অনুসারে, এর লক্ষ্য হল প্রশিক্ষণ ও পরামর্শসেবা প্রদানের মাধ্যমে ইসলামি দেশগুলোর মধ্যে প্রতিরক্ষামূলক সহযোগিতা গড়ে তোলা।

সাদাত বাহিনীর কার্যপদ্ধতি তিনটি উপায়ে হয়ে থাকে।

প্রথমত, বিশ্বের বিভিন্ন ধরণের প্রতিরক্ষা বাহিনি এবং ভাড়াটে প্রাইভেট ফোর্সের মাধ্যমে।

দ্বিতীয়ত, অপরাধী বা মাফিয়া নেটওয়ার্কিং এর মাধ্যমে

তৃতীয়ত, বিভিন্ন ইয়ুথ ফোর্সের মাধ্যমে! Amin Tv

কট্টরপন্থী মনোভাবের জন্য তুরস্কের সামরিক বাহিনী থেকে বহিষ্কৃত আদনান ২০১৬  সালে এরদোয়ানের প্রধান উপদেষ্টা নিযুক্ত হন!

ধারণা করা হয়, ২০১৬ সালে তুরস্কে অভ্যুত্থান আন্দোলন পরিচালনাকারীদের বিরুদ্ধে সাদাত বাহিনির অবস্থান ও তাদের দমন করা সফলতার  পরিপ্রেক্ষিতেই এমন পুরস্কার পেয়েছেন আদনান তানরিভারদি।

তুরস্কে সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ সহায়তা হিসেবে ভারত সর্বাত্মকভাবে তুরস্কের পাশে দাড়িয়েছে! এতে করেও অনেকের ধারণা, পুনরায় জোড়া লাগতে পারে তুরস্ক-ভারতের সম্পর্ক!

এখন শুধু দেখার পালা, তুরস্কের অবস্থান কোন দিকে যায়- ভারতের দিকে? নাকি পাকিস্তানের পক্ষে?

জবাবটা সময়ের জন্যই তোলা রইল…

Amin Tv

No comments:

Post a Comment